শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহীতে ৩ ভুয়া ডিবিসহ আটক ৫

রাজশাহী অফিস : গত শনিবার বিকেলে আরএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী নগরীর মথুরডাঙ্গা (সুজানগর) এলাকার একটি বাসা হতে বিভিন্ন সময়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণাকারী ৩ জনকে আটক করে। এ সময় অপর দুই নারী সহযোগীকেও আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, নগরীর বখতিয়ারাবাদ মালদহ কলোনীর ইয়াছিন আলীর পুত্র সোহেল রানা (৩৮) ও মৃত বাতুর পুত্র সুইটেম (৩০) এবং চারঘাট উপজেলার চকশিমুলিয়া গ্রামের আজিমুদ্দিনের পুত্র আরিফুল ইসলাম (৩৫)। এছাড়া একই বাসা হতে প্রতারণা চক্রের আরো দুই সহযোগী নারী সদস্য নাটোরের কালিকাপুর বনপাড়ার মৃত মোতালেব শেখের মেয়ে রাবেয়া খাতুন (২৩) ও নগরীর মথুরডাঙ্গা মহল্লার চাঁদের স্ত্রী সেলী বেগম (২৮) কে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মেয়েদের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে তারা বিভিন্ন ব্যক্তির নিকট প্রতারণা করে অর্থ আদায় করে আসছে এবং আটককৃত সোহেল রানা, সুইটেম ও আরিফুল ইসলাম ভুয়া ডিবি পুলিশ সদস্যের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে থাকে। এ বিষয়ে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ