শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিরাপদে ফিরিয়ে নেয়া মিয়ানমারের দায়িত্ব -পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার আগে রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিরাপদে ফিরিয়ে নেয়া মিয়ানমারের দায়িত্ব। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিরাপদ করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ বৃদ্ধির আহ্বান তিনি।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নারীর অধিকার নিশ্চিতে নিরাপত্তা পরিষদ রেজ্যুলেশন-১৩২৫ নিয়ে এই আয়োজন করে ইউএন উইম্যান। এর অধীনে নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান তৈরি করে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ।
তিনি বলেন, রোহিঙ্গা নারীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। ক্যাম্পগুলোতে তাদের বিশেষ নজর রেখে মানবিক সাহায্য দেয়া হচ্ছে। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা।

অনলাইন আপডেট

আর্কাইভ