শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মালেতে আজ টিসি স্পোর্টসের মুখোমুখি সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস রিপোর্টার: এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফের ফিরতি ম্যাচে আজ মঙ্গলবার স্বাগতিক টিসি স্পোর্টসের মুখোমুখি সাইফ স্পোর্টিং ক্লাব। মালদ্বীপের রাজধানী মালের হেনভেইরু স্টেডিয়ামে খেলাটি অনুষ্টিত হবে। ফিরতি ম্যাচটি খেলতে গত শনিবার মালদ্বীপে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দলটি। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে শনিবার মালদ্বীপ পৌঁছে অনুশীলন করতে পারেনি সাইফ স্পোর্টিং ক্লাব। রোববার ও সোমবার বাংলাদেশের ক্লাবটি অনুশীলন করেছে মালের হেনভেইরু স্টেডিয়ামে। জয়ের লক্ষ্য নিয়েই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাইফের ফুটবলাররা। হোম ম্যাচে হেরে যাওয়ায় মালদ্বীপে চাপের মধ্যেই আছে সাইফ স্পোর্টিং ক্লাব।এর আগে নিজেদের মাঠে গত ২৩ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় টিসি স্পোর্টস। ফিরতি পর্বের ম্যাচের জন্য একাধিক খেলোয়াড় অদল-বদল হয়েছে। উইঙ্গার জাহিদ হোসেনের জায়গায় তরুণ মতিন মিয়া সুযোগ পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজও আছেন।

পরের রাউন্ডে যেতে টিসি স্পোর্টসের প্রয়োজন ড্র, অপরদিকে সাইফ স্পোর্টিংকে জিততেই হবে।হিসেবটা এমন মালের ম্যাচটি সাইফ স্পোর্টিং ১-০ গোলে জিতলে ফল নির্ধারনের জন্য অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হবে। তাতেও কোনো ফল না হলে টাইব্রেকারে নিস্পত্তি হবে প্লে-অফ ম্যাচে। সাইফ স্পোর্টিং ক্লাব একাধিক গোলের ব্যবধানে জয় পেলে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। সাইফের উপদেষ্টা ও কোচ মারুফুল হক বলেছেন, ‘কিছু ভুল-ত্রুটির কারণে আমরা ঢাকার ম্যাচে জিততে পারিনি। আশা করছি মালেতে সেটা কাটিয়ে উঠতে পারবো। আমাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব। সেভাবেই দলকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।’ সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ রায়ান নর্থমোর জানিয়েছেন, ‘আমার সব খেলোয়াড় ভালো আছেন। অনুশীলনে তারা সিরিয়াস ছিলেন। জয় পেতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী। এএফসি কাপের পরের রাউন্ডে যেতে আমাদের জিততেই হবে। এখানে আসার পর থেকে ছেলেদের মধ্যে জয়ের ক্ষুধাটা দেখছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ