শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার পাঠানী ব্রীজ সংলগ্ন বট তলায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী গাড়ীকে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে মারত্মক এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায় শনিবার দুপুর ১২টার সময় দোহাজারী পৌর সভা এলাকার স্বামী ওয়ালিদুল হুদা (২৫) স্ত্রী তারিন আক্তার (২০) এক সন্তানের জননী মোটর সাইকেল যোগে (মোটর সাইকেল নং- ১৪-৭০৭২) উপজেলার বিজিসি ট্রাস্ট বিদ্যালয়ে যাওয়া পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাঠানী ব্রীজ সংলগ্ন বট তলায় পৌঁছালে পিছন থেকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহি বাস স্টার লাইন নং- ঢাকা মেট্টো-ব-১৪-০৬০৩ গাড়ীটি দ্রুত বেগে এসে জোরে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দু-জনই মোটর সাইকেলসহ সড়ক থেকে দূরে সিটকে পড়ে মারাত্মক আহত হয়। এই সময় স্থানীয় লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ভর্তি করে দিলেও অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এদিকে স্বামী-স্ত্রীকে আহত করে বাসটি পালিয়ে গেলেও এই সড়কের খরনা নামক এলাকায় স্থানীয়রা গাড়ীটি আটক করে। চালক ও হেলপার পালাতক রয়েছে। চন্দনাইশ থানা পুলিশ গাড়ীটি জব্ধ করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা পুলিশ এস.আই উনু মং ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ