বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

গাইবান্ধা সংবাদদতা: গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন হেল্থ এইডের উদ্যোগে গত বুধবার সদর উপজেলার  মোল্লারচর,জিগাবাড়িরচর,ও আলগার চরের গরিব অসহায় শীতার্ত  শতাধিক  লোকের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন হেল্থ এইডের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুনতাকিমুজজামান, রবির ব্রাঞ্চ ম্যানেজার মতিউর রহমান, উপদেষ্টা আহমাদুর রাহীম ও কৃষিবিদ সাইফুল  ইসলাম প্রমুখ।
চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে গতকাল সকাল ১১টার চেয়ারম্যান ঘাটার কম্বল বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাবেক জিপি এডভোকেট শেখ ছালেহ, চান্দ্রা ইউনিয়নের কৃতিসন্তান শিক্ষানুরাগী মোঃ শাহজাহান খান, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আঃ শুক্কুর মস্তান, বিশিষ্ট ব্যবসায়ী সুপার স্টার গ্রুপের ডিলার মোঃ আমান উল্যাহ প্রমুখ। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর, কল্যাণপুর, তরপুরচন্ডী, বাগাদী, ইব্রাহিমপুর, লক্ষীপুর, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের এবং গুচ্ছগ্রামের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নেত্রকোনা
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের নোয়ানগর গ্রামের আমজাদ হোসেন ছন্দু মিয়ার আত্মার মাগফেরাত কামনায় তার ছেলে সমাজ সেবক মো. দেলোয়ার হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে গত শুক্রবার সকালে দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ঠাকুরাকোনা ইউপি সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক ও সাবেক মেম্বার মাসুম হাসান জামাল, আনোয়ার হোসেন, কামাল হোসেন, সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ (দিনাজপুর)
গত শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপি শাখার উদ্যোগে ৩০০জন শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক কার্যালয়ের সামনে ওই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মকবুলার রহমান গোর্কি , উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন সুজন,যুগ্ম সম্পাদক আঃ রহমান, ইকবাল হোসেন, সাংগঠনিক মারফুদুল হক রণি, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম স্বাধীন, স্বেচ্ছাসেবকের আহবায়ক আনারুল ইসলাম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুরে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে ৩শতাধিক অসহায় দুস্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় মর্তুজা ইন্সটিটিউট মিলনায়তনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ার্দার,যুগ্ম সাধারন সম্পাদক মো: শহিদুল্লাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, এএসসি সৈয়দপুর সার্কেল অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ইন্সপেক্টর তদন্ত তাজ উদ্দিন খন্দকার, এসআই আব্দুল আজিজ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ