শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সভাপতি-সম্পাদকসহ ৭ পদে আ’লীগ ॥ ৮ পদে বিএনপি জামায়াত প্রার্থীরা জয়ী

ফেনী সংবাদদাতা : ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল এবং সহ-সভাপতিসহ ৮ পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থীরা জয়ী হয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ২শ ৪৩ ভোটারের মধ্যে ২শ ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ১০টার দিকে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ ১শ ১৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো. শামছুল হুদা ১শ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি পদে মো. আবুল বশর চৌধুরী ১শ ১০ ও সাধারণ সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম ৯৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদের দুটির একটিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ ইসহাক ১শ ১৫ ও অপরটিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের হৃষিকেশ মজুমদার ১শ ২ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আ.ফ.ম আহসান উল্যাহ ৯৯ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের নুরুল ইসলাম (২) ৯৮ ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ বেলায়েত হোসেন ১শ ২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ হানিফ মজুমদার ৯৬ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শরফুদ্দিন আহাম্মদ ডালিম ১শ ১৮ ভোট, প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ১শ ৭ ভোট, অডিটর পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. ওমর ফারুক ভূঁইয়া শিপলু ১শ ২৬ ভোট, প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের এমদাদ হোসাইন ১শ ৪ ভোট, অর্থ সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের কামরুজ্জামান ১শ ২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবদুল ওহাব দুলাল ১শ ৩ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের নুরুল আনোয়ার ভূঞা ১শ ২২ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পিয়াস মজুমদার ১শ ৩ ভোট পেয়েছেন। এছাড়া ৬টি সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সাইফুদ্দীন শাহীন ১শ ২৯ ভোট, সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের বোরহান উদ্দিন চৌধুরী ১শ ২২ ভোট, কাজী মোহাম্মদ শাহজালাল ১শ ২০ ভোট, রেজাউল করিম তুহিন ১শ ১৬ ভোট, ফারহান নুর ফাহিম ১শ ১৬ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বাদল চন্দ্র দেবনাথ ১শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. নুরুল আলম ১শ ১১ ভোট, মিজানুর রহমান ফিরোজ ১শ ১৩ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মাসুদুর রহমান ১শ ১৩, মো. আরশাদ আলী ভূঞা ১শ ৪ ভোট, শিপন কুমার বিশ্বাস ৭৭ ও মো. আমির হোসেন সুমন ৮০ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সমিতির সভাপতি ফরিদ আহম্মদ হাজারী ও সাধারণ সম্পাদক ফয়েজুল হক মিলকী। দাগনভূঞায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল রাতে নিখোঁজ ॥ সকালে লাশ ফেনী সংবাদদাতা : দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরীর চোখ উপড়ানো লাশ শনিবার সকালে মাতুভূঞা ইউনিয়নের একটি ব্রিজের পাশে একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বাহাদুর ও হিরো নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দু’জন স্থানীয়ভাবে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ব্রিজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত ফখরুল দাগনভূঞা সদর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের চোখ উপড়ানো ছিল এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও খুন করে লাশ এখানে ফেলে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, এটি দলীয় অভ্যন্তরীণ হত্যাকান্ড নয়, ব্যক্তিগত বিরোধ। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ