শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দ্রুত হাজার রান করার রেকর্ড স্পর্শ করলেন বিজয়

 

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুত ১ হাজার করার রেকর্ড ছিল বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন দলের বর্তমান ওপেনার এনামুল হক বিজয়। নাফীসের মতই নিজের ২৯তম ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেন বিজয়। ফলে বাংলাদেশের হয়ে দ্রুত ১ হাজার রানে নাফীসের রেকর্ড স্পর্শ করলেন বিজয়। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার আগে ৩১ ম্যাচের ২৮ ইনিংসে বিজয়ের রান ছিল ৯৬৯। ১ হাজার রানের মাইলফলক থেকে ৩১ রান পিছনে ছিলেন বিজয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশ ইনিংসের শুরু করেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে শ্রীলংকার অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়াকে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়রের ১ হাজার রান পূর্ণ করেন বিজয়। ক্যারিয়ারে ২৯তম ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেছিলেন নাফীস। নাফীস-বিজয়ের পর বাংলাদেশের হয়ে দ্রুত ১ হাজার রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন ইমরুল কায়েস ও নাসির হোসেন। ৩৪ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেছিলেন ইমরুল ও নাসির।

অনলাইন আপডেট

আর্কাইভ