শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাওনা দেয়া টাকা ফেরত চাওয়ায়

নাটোর সংবাদদাতা: নাটোর শহরের কানাইখালিতে এক কুয়েত প্রবাসীর বসতবাড়ীর সামনে জোর করে দেয়াল তুলে যাতায়াত সব পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী এক পরিবার।
এ ঘটনার ফলে ঐ প্রবাসীর স্ত্রী ও দুই শিশু সন্তান বাসা থেকে বের হতে পারছেন না।
নাটোর পৌরসভা ও থানা পুলিশকে লিখিত ভাবে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না প্রবাসীর পরিবারটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ২০০৩ সালের ২৮জানুয়ারী জনৈক আব্দুস সোবাহান ড্রাইভার নিকট থেকে বাড়ী ও রাস্তাসহ ৫০০লিং জমি কিনে বসবাস শুর করেন কুয়েত প্রবাসী মোঃ শাহীন আলম ও তার পরিবার। এই জমি কেনার সময় সনাক্তকারী ছিলেন প্রতিবেশী কামাল মাস্টার।
পূর্ব থেকেই মোঃ শাহীন আলম দেশের বাহিরে থাকায় প্রতিবেশী কামাল মাষ্টারের সাথে তার স্ত্রী জিনাত রেহেনা শাপলা মিলে মিশেই চলছিলেন।
এতে বিভিন্ন সময়ে কামাল মাষ্টার বেশ কিছু টাকা ধার নেয়। টাকা ফেরত চাওয়ায় তাদের চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণ করে।
এ বিষয়ে প্রতিকারের জন্য তিনি লিখিত ভাবে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির কাছে আবেদন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ