শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

অপেশাদার আচরণে কোহলির জরিমানা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে আচরণ বিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ ও মাঠে অপেশাদার আচরণ প্রকাশ করায় তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট শাস্তি দেয়া হয়েছে তাকে।ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে। তৃতীয় দিনে বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না। আউটফিল্ড ভেজা থাকায় বল স্যাঁতসেতে হয়ে যায়। এ অবস্থা নিয়ে ম্যাচ আম্পায়ারদের কাছে বারবার অভিযোগ করতে থাকেন কোহলি। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ দেখিয়ে আক্রমণাত্মকভাবে বল মাটিতে ছুঁড়ে মারেন তিনি। দলীয় অধিনায়কের এমন আচরণ পছন্দ হয়নি ম্যাচ অফিসিয়ালদের। আচরণ বিধি ভাঙ্গায় আইসিসির কোড অব কন্ড্রাক্টের ২.১.১ অনুচ্ছেদ অনুযায়ী দোষী কোহলি। 

অনলাইন আপডেট

আর্কাইভ