শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সুন্দরগঞ্জের ভেঙে যাওয়া রামডাকুয়া ব্রিজটি আজও পুনঃনির্মাণ করা হয়নি

গাইবান্ধা সংবাদদাতা : ২০১৫ সালে বন্যার স্রোতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার ৭নং ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদীর উপর রামডাকুয়া ব্রিজটি ভেসে এবং ভেঁঙ্গে যায়। দুই বছর অতিবাহিত হলেও আজও ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়নি। যার কারণে ২০ গ্রামবাসিসহ স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। শাখা নদী পরাপারের একমাত্র ভরসা এখন নৌকা এবং বাঁশের সাঁকো। বন্যার সময় নৌকা এবং শুকনো মৌসুমে বাশের সাঁকো দিয়ে উপজেলার বেলকা, তারাপুর,হরিপুর ও কশিম বাজার ইউনিয়নের ২০ গ্রামবাসি ও স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের অতিকষ্টে পরাপার করতে হচ্ছে। ২০১২সালে সাবেক জাপার সাংসদ কর্নেল ডা: আব্দুল কাদের খান নিজ অর্থায়নে ইঞ্জিনিয়ারিং প্লান ইস্টিমিট ছাড়াই দেড়শ ফিট লম্বা রামডাকুয়া ব্রিজটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকে ব্রিজটি নড়বড়ে ছিল। ঝুঁকি নিয়ে চলাচল করত পথচারিগণ। ২০১৫ সালের ২য় দফা বন্যায় ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙ্গে যায়। ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারি উপজেলা শহরে যাওয়া আসা করে। তালুক বেলকা গ্রামের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান ,বন্যার সময় কলেজে যাওয়া আসা করা অত্যন্ত কষ্টকর হয়ে পরে। নৌকার জন্য দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হয়। শুকনো মৌসুমে পায়ে হেঁটে বাঁশের সাঁেকার উপর দিয়ে পার হতে হয়। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আবুল মুনসুর জানান,ব্রিজটি পুনর্নির্মাণের জন্য একটি চাহিদাপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ