মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

ওয়ানডে ক্রিকেটে রুবেলের শততম উইকেট

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে ক্রিকেটে শততম উইকেট নিলেন ডান-হাতি পেসার রুবেল হোসেন। গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেন রুবেল। এই ২ উইকেট শিকারে রুবেলের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান গিয়ে দাঁড়ালো ৮১ ম্যাচে ১০০ উইকেট। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে শততম উইকেট নেন তিনি। অবশ্য গতকাল আরো একটি ইতিহাস করতে পারতেন রুবেল। হতে পারত তার হ্যাটট্রিকও। কিন্তু শেষ পর্যন্ত তার হ্যাটট্রিকটা হয়নি। না হলে শততম উইকেট শিকারি ম্যাচে হ্যাটট্রিকটটাও পেয়ে যেতেন রুবেল। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার ছিলো রুবেলের। ২০০৯ সালে ঢাকার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রুবেলের। একই বছর টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ২৫ টেস্টে ৩৩ ও ১৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৫ উইকেট শিকার করলেও ওয়ানডেতে ১০০ ব্যাটসম্যানকে শিকার করে ফেলেছেন রুবেল। রুবেলের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একশ বা তার বেশি উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, দুই বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক। গতকাল জিম্বাবুয়ে ইনিংসের ৪৮তম ওভারে ও নিজের পঞ্চম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পিটার মুর ও তেন্ডাই চাতারাকে পরপর দু’বলে বোল্ড করেন রুবেল। পরের বলে উইকেট পেলে হতে পারত হ্যাটট্রিক। অবশ্য প্রথম চার ওভারে ২২ রান দিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের ইনিংস শেষে রুবেলের বোলিং ফিগার ছিলো ৫ ওভারে ২৪ রানে ২ উইকেট।

অনলাইন আপডেট

আর্কাইভ