শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘আইন তৈরির অধিকার নেই ভারতের সুপ্রিম কোর্টের’ -----মৌলানা আতাউর রহমান

১০ জানুয়ারি, ইনাডু ইন্ডিয়া: তিন তালাক ইস্যুতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সদস্য মৌলানা আতাউর রহমান রশদি বলেন, ভারতের সুপ্রিম কোর্টের কাজ হল, আইনের গ-ির মধ্যে থেকে সিদ্ধান্ত নেয়া।

 আইন তৈরি করার অধিকার সুপ্রিম কোর্টের নেই। বোর্ডের অন্য সদস্যরা বলেন, কারও ন্যূনতম অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত মানা যায় না। শরিয়ত আইনে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রের হস্তক্ষেপ ভুল। প্রসঙ্গত, গতবছর তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্রকে ৬ মাসের মধ্যে এনিয়ে বিল তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই ২৮ ডিসেম্বর সংসদে পেশ হয় ‘তিন তালাক’ বিল। 

যার পোশাকি নাম মুসলিম মহিলা (বিবাহের অধিকার রক্ষা) বিল, ২০১৭। লোকসভায় পাশও হয় বিল। বিলে বলা হয়, মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্ত্রীকে তাৎক্ষণিক ‘তিন তালাক’ দেওয়া অপরাধ বলে গণ্য করার প্রস্তাব রয়েছে। এছাড়া মৌখিক, লিখিত বা ইমেল, এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘোষিত একতরফা ‘তিন তালাক’ প্রথাকে বেআইনি বলা হয়েছে। পাশাপাশি তিন তালাক ঘোষণা করার জন্য পুরুষদের তিন বছরের সাজার কথা বলা হয়েছে।

 যদিও লোকসভায় ‘তিন তালাক’ বিলের বিরোধিতা করেছিলেন হায়দরাবাদের এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, তিন তালাক বিল স্বাধীনতার অধিকার অমান্য করে। এই বিলের জন্য মুসলিমদের সঙ্গে আলোচনা করা হয়নি।  

অনলাইন আপডেট

আর্কাইভ