শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ইন্দুরকানীতে বিএনপি-জামায়াতের ১৩ নেতা কর্মী কারাগারে

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা: ইন্দুরকানীতে যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ৪ বছর পর বিএনপি-জামায়াতের ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মোঃ হাবীবুর রহমান মুন্সী, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নান্নু পঞ্চায়েত , ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইব্রাহীম , দুলাল ফকির , বিএপি নেতা জাকির হোসেন , নুরুজ্জামান সেপাই, আবুল বাশার , মনির হোসেন , আব্দুল কাদের , মিঠু হাওলাদার , স্বপন কাজী ও শিক্ষক নেতা অধ্যক্ষ ই্উনুস আলী হাজির হলে আদালত শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠান। গত ২০১৩ সালের  ২৭শে নভেম্বর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিক্ষিপ্ত হামলায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন শীল আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যায়।এ ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আলমগীর সেপাই বাদী হয়ে ইন্দুরকানী থানায় বিএনপি জামায়তের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ দুই জনকে বাদ দিয়ে ৫৫ জনের বিরুদ্ধে চার্জসীট দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ