শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল মান্নান (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্নান ওই গ্রামের আবদুল জলিলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে মান্নান তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে মান্নানের মা তাকে ডাকতে গিয়ে দেখেন সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে মান্নানের মৃত্যু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের  প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু : বৃহষ্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার চার সন্তানের জননী এক গৃহবধু অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম আয়েশা আক্তার নুপুর (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর উপজেলার চান্দি গ্রামের মোঃ নিজাম মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। জানা যায় পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্প্রতিবার বিকেলে গায়ে আগুন দেয় গৃহবধূ। তারপর স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। পরে রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, এই বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
উপ-নির্বাচনে ফুলবাহার বিজয়ী : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের ৬ নং (নুরপর-লাহাজুড়া) সাধারণ ওয়ার্ডের সদস্য শূণ্য পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।  নিবার্চনে ৬৮৭ ভোট পেয়ে ইউপি সদস্য নিবার্চিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ ফুলবাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোরগ প্রতীকের চেরাগ আলী পেয়েছেন ৫৬৩ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকালে প্রিজাইটিং অফিসার মোঃ শাহজাহান ভুইয়া ১০নং গোর্কণ ইউনিয়ন পরিষদের ৬ নং সাধারণ ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচনে মোঃ ফুলবাহারকে বিজয়ী হিসেবে নিবার্চনের ফলাফল ঘোষনা করেন। উল্লেখ্য  ওয়ার্ডের সদস্য আবদুল মালেক মূত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ