শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ক্রীড়া সংস্থার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার তাহেরহুদা নবীন জাগ্রত ক্রিকেট ক্লাব ২২ রানে নারায়ণ কান্দি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।
ব্যাডমিন্টন ফাইনাল খেলা
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘উপজেলা আন্তঃ ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭-১৮ এর ফাইনাল খেলা’ অনুষ্ঠিত হয়েছে। ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে শুক্রবার সন্ধ্যায় খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে  পুরস্কার বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
কম্বল বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে সভাপতি শিল্পী এম আই মিঠুর প্রচেষ্টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক সাখাওয়াত হোসেন, আমিনুল ইসলাম, সংস্থার সহ সভাপতি ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহঃ অধ্যাপক আজাদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, ক্রীড়া সংগঠক পাভেল রেজা।
জেলা কমিটিকে সংবর্ধনা
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার উপজেলা মহিলা দলের এক কর্মী সমাবেশ ও নব গঠিত জেলা কমিটির এক সংবর্ধনা শহরের সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা মহিলা দলের সহ-সভাপতি আরজুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ও সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য  ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান।
অভিভাবক সমাবেশ
জয়পুরহাট : জয়পুরহাটের জামালগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষের ক্লাশের উদ্বোধন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক।
এসময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহসান কবির এপ্লবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, কলেজের অধ্যক্ষ নাছেরুল হক, কলেজের শিক্ষক আহমেদুর রহমান, ইয়াছিন আলী মোল্লাহ প্রমুখ।
ফুটবল টুর্ণামেন্ট
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে জয়লাভ করেছে রাধানগর ফুটবল দল। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় রাধনগর ফুটবল দল ট্রাইব্রেকারে ৫-৩ গোলে গোমস্তাপুর প্রভাতি সংঘকে পরাজিত করে ফাইনালে অবতীর্ন হয়। আরিফ হোসেন মন্টুর সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌরসভার মেয়র তারিক আহমদ।

অনলাইন আপডেট

আর্কাইভ