শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কাশ্মীরে ক্রিকেট ম্যাচে পাকিস্তানী জাতীয় সংগীত বাজানোয় গ্রেফতার ৩

 

৮ জানুয়ারি, হিন্দুস্তান টাইমস : ভারতের কাশ্মীরে ক্রিকেট ম্যাচে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানোর অপরাধে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে ভাইরাল হওয়া ১ মিনিট ৪৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, জম্মুতে স্থানীয় পর্যায়ে আয়োজন করা একটি ক্রিকেট ম্যাচের শুরুতে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়। পুলিশ ওই ম্যাচের আয়োজক তিনজনকে গ্রেফতার করেছে এবং তাদের আরেক সহকারীকে খুঁজছে। এছাড়াও এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ২ সরকারি কর্মচারীকেও খোঁজা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, যে দুটি দল খেলায় অংশ নেয়, তাদের একটি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের আদলে জার্সি পরা ছিল, অন্যটি সাদা রঙের জার্সিতে অংশ নেয়। উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলেও একই রকম ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১৯৪৭ সালে দেশভাগ হওয়ার পর থেকেই এ অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। প্রতিবেশ দেশ দুটিই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে।

অনলাইন আপডেট

আর্কাইভ