শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীলঙ্কাতেও একাদশ নির্বাচনে হাথুরুসিংহের ক্ষমতা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হেড কোচ থাকা অবস্থাতে একাদশ নির্বাচনে প্রভাব বিস্তার করতেন চন্ডিকা হাথুরুসিংহে। দল পাল্টালেও কৌশল পাল্টাননি শ্রীলঙ্কান এই কোচ। শ্রীলঙ্কার কোচ হওয়ার পরে সেখানেও একই ক্ষমতা ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি। এখন থেকে যে কোনও সফরে দলের ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা ও অধিনায়কের সঙ্গে মিলে একাদশ নির্বাচন করবেন হাথুরুসিংহে।অবশ্য যে কোনও সিরিজের স্কোয়াড বাছাই করবে শ্রীলঙ্কার নির্বাচক প্যানেল। যার প্রধান গ্রাহাম ল্যারুই। তাদের বেছে দেওয়া স্কোয়াডের ওপরই এখন ছড়ি ঘোরাবেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কার কোচদের এমন ক্ষমতা আগে ছিল না। তাদের ক্রীড়া আইনেই এমন বিধি নিষেধ ছিল এতদিন। কিন্তু হাথুরুসিংহে এমনটি চেয়েছেন বলেই রবিবার তাদের বোর্ড সভায় দল নির্বাচনে বিদ্যমান রীতি পাল্টাতে সম্মত হয় বোর্ড। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি সুমাথিপালা জানান, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের দীর্ঘ সময় আলোচনা হয়েছে। দলের সেরাটা পেতে তার শতভাগ সযোগিতা প্রয়োজন।’ তিনি আরও যোগ করেন, ‘যদি শীর্ষ কোচের সহায়তা চান তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতাই করতে হবে।’ বোর্ড সভাপতির এমন সমর্থন আছে বলেই এই প্রথম কোচকে দল নির্বাচনের ক্ষমতা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ