বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

জেএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে গোমস্তাপুরের মফস্বলের বিদ্যালয়গুলো

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : গোমস্তাপুরে সম্প্রতি প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা সদরের পাশাপাশি মফস্বলের বিদ্যালয়গুলো ভাল করেছে।
ফলাফল বিশ্লেষন করে দেখা গেছে উপজেলা সদর রহনপুরের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বরাবরের মত এবারও উপজেলায় শীর্ষে থাকা একমাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয় রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৭০টি জিপিএ-৫ পেলেও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪১টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় ২য় স্থান দখল করেছে।
এছাড়া ৩৯টি জিপিএ-৫ পয়ে উপজেলায় ৩য় স্থানে রয়েছে প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়, সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বাঙ্গবাড়ী স্কুল ও কলেজ, আলিনগর স্কুল ও কলেজ, সন্তোষপুর বালক উচ্চ বিদ্যালয়, গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়,গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, চৌডালা বসনিটোলা বালিকা উচ্চ বিদ্যালয় ও বসনিটোলা বালক উচ্চ বিদ্যালয়, জশৈল উচ্চ বিদ্যালয়রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়, বহিপাড়া উচ্চ বিদ্যালয়,বড়দাদপুর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, ভাটখৈর উচ্চ বিদ্যালয়, রোকনপুর উচ্চ বিদ্যালয়, বিজয়সাঞ্জুরা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গা বয়েজ একাডেমি ও বসনইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং নাচোলের খোলসি দ্বিমূখী উচ্চ বিদ্যালয় ও সানপুর উচ্চ বিদ্যালয়।

অনলাইন আপডেট

আর্কাইভ