শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নিউজিল্যান্ডে আবারও হারল বাংলাদেশ যুব দল

স্পোর্টস রিপোর্টার : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভালো করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তিন ম্যাচে প্রথমটি বৃষ্টির কারণে না হলেও পরের দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ যুব দল। দ্বিতীয় ম্যাচে ওটাগো ‘এ’ এর বিপক্ষে ৬ উইকেটে হারার পর গতকাল একই দলের বিপক্ষে ২৪ রানে হেরেছে সাইফ-মাহিদুলরা। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে টস জিতে গতকাল ওটাগো ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান করে ওটাগো ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশী যুবারা। জয়ের জন্য ২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন ফিফটিতেও টার্গেট রান করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে ৫৪ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। আর ৫২ রানের ইনিংস খেলেছেন আমিনুল ইসলাম। এছাড়া অষ্টম অবস্থানে ব্যাট করতে নেমে ৫২ রানের ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম। বাকিদের মধ্যে নাইম শেখ ২২, কাজী অনিক ১৮ ও আফিফ হোসেন ১৪ রান করেন। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৫৪ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওটাগো ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ডাফি। ৩টি উইকেট নেন ভিসাভাদিয়া। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় ওটাগো ‘এ’ দল। দলীয় ৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়েছিল দলটি। কিন্তু ওয়ানডাউনে নামা হোকিন্স ও ভিসাভাদিয়ার সেঞ্চুরিতে চাপ কাটিয়ে উঠে দলটি। স্বাগতিকদের হয়ে ১৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হোকিন্স। ১৩৫ বলে ১৭ চার ও ২ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। অন্যদিকে ১১২ রানে অপরাজিত থাকেন ভিসাভাদিয়া। ১২৩ বল খেলে ৬ চার ও ৫ ছক্কায় অপ্রতিরোধ্য এ ইনিংসটি খেলেন তিনি। বাংলাদেশি যুবারাদের হয়ে হাসান মাসুদ ২টি ও নাইম হাসান ১টি উইকেট পান।

অনলাইন আপডেট

আর্কাইভ