শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইবি শিক্ষকের বিরুদ্ধে মামলা ছাত্রের বিরুদ্ধে জিডি

 

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক শিক্ষার্থী। মামলাটি আমলে নিয়ে আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে সমন জারি করেছে। অভিযোগ অস্বীকার করে সেই ছাত্রের বিরুদ্ধে থানায় জিডিসহ বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছে শিক্ষক।

মামলার নথি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ শরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থীর কাছ থেকে চাকুরী দেয়ার নামে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন। চাকুরী দিতে ব্যর্থ হয়ে অনেক টালবাহনার পর রুহুল আমিন ১৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করে। যার চেক নং ৫২৮৬৪২৭, সঞ্চয়ী হিসাব নং- ১০৭১৫ অগ্রণী ব্যাংক লিমিটেড ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। ওই চেক নিয়ে টাকা তুলতে গেলে উল্লিখিত হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা ও স্বাক্ষরের গরমিল পায় ব্যাংক কর্মকর্তরা। এতে গত বছরের ৩১ অক্টোবর চেকটি ডিসঅনার হয়।

পরে শরিফুল বাদী হয়ে এন, আই, এ্যাক্টের ১৩৮ ধারার বিধান মতে রুহুল আমিনের বিরুদ্ধে কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। আদালত গত ১ জানুয়ারি সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে সমন জারি করে।

এদিকে গত ৫ ডিসেম্বর ওই শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি করেছে শিক্ষক রুহুল আমিন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে। সহকারী অধ্যাপক রুহুল আমিন বলেন,‘ আমি ওই শিক্ষার্থীকে চিনি না। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটন করুক। আমি আইনের প্রতি সম্মান রেখে মিথ্যা অভিযোগ মোকাবেলা করব।’

অনলাইন আপডেট

আর্কাইভ