শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহীর শ্রমিক নেতা আবুল কালাম আজাদের স্ত্রীর ইন্তিকাল

রাজশাহী মহানগরী শাখা জামায়াতের সাবেক সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আবুল কালাম আজাদের স্ত্রী হাসিনা বেগম ৬৩ বছর বয়সে ডায়াবেটিস ও কিডনী রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বুধবার বাদ মাগরিব ছোট বনগ্রাম ঈদগাহ মাঠে তার নামাজে জানাজ অনুষ্ঠিত হয়েছে।
শোকবাণী: রাজশাহী মহানগরী শাখা জামায়াতের সাবেক সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আবুল কালাম আজাদের স্ত্রী হাসিনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শোকবাণী দিয়েছেন। 
শোকবাণীতে তিনি বলেন, হাসিনা বেগম রাজশাহী মহানগরীর ঘরে ঘরে মহিলাদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন ও রহম করুন। তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকীতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অনলাইন আপডেট

আর্কাইভ