শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে বিক্ষোভ সমাবেশ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা: প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরী বাস্তবায়নসহ শ্রমিকদের সাপ্তাহিক  বকেয়া মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া মাসিক বেতনসহ ১১ দফা দাবীতে পলাশ শিল্পএলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে শ্রমিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে কয়েক হাজার শ্রমিক মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করে। বাংলাদেশ জুটমিলের সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের ঢাকা আঞ্চলিক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,   মিলের সিবিএ সভাপতি ইউসুফ আলী সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, আবুল খায়ের, সিবিএ নেতা হারুন অর রশিদ ও নন-সিবিএ নেতা মোতাহার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়নসহ  শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া বেতন সহ ১১দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানান। দাবী না মানলে আগামী ২ জানুযারী মিল ২৪ ঘন্টা ধর্মঘটের ঘোষনা দেন নেতৃবৃন্দ।
তাড়াশে ৩শ দরিদ্র পরিবার পেল শীতবস্ত্র
তাড়াশ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা খ্রিস্টান মিশনারীতে জেলা প্রশাসনের উদ্যোগে ৩০০ দরিদ্র পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার খ্রিস্টান পল্লীর পাল পুরোহিত কার্লো বুদজি পিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার উদ্দিন শামীম, তাড়াশ ইউএনও এস এম ফেরদৌস ইসলাম, খ্রিষ্টান পল্লীর সহ-সভাপতি নিখিল খা প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ