শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সারিয়াকান্দিতে জেএসসি পরীক্ষায় চার প্রতিষ্ঠানের শতভাগ পাস

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি/জেডিসি) পাস পরীক্ষা/১৭ই শিক্ষাবর্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় সারিয়াকান্দির ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চার টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস নিশ্চিত হয়েছে। অপর ৩৮টি প্রতিষ্ঠানের কম-বেশি অকৃতকার্য রয়েছে। প্রতিষ্ঠান চারটি হল জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়, নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়, শোনপচাঁ উচ্চ বিদ্যালয় এবং অপরটি মথুরাপাড়া অনিলা জাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। রাজশাহী শিক্ষাবোর্ডের আওতায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে এবং বাকিরা বিভিন্ন বিভাগে উর্ত্তীণ হয়েছে। জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়টি ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের একটি সুবিধা বঞ্চিত প্রতিষ্ঠান। যার ইন নম্বর-১১৯৬৯৪। পূর্ব বগুড়ার  সব্বোর্চ বিদ্যাপিঠ এবং বিঘাপতি রাজা প্রমথ নাথের বিশেষ অবদান নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এখানে ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ১জন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়ে বাকিরা বিভিন্ন বিভাগে উর্ত্তীণ হয়েছে। বিদ্যালয়টি চন্দনবাইশা ইউনিয়নের একটি নদী বিধস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যার ইন নম্বর-১১৯৬৭৭।
কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া আনিলা জাহান (এ.জে) মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। এখানে ৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪জন জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে। আর বাকিরা বিভিন্ন বিভাগে উর্ত্তীণ হয়েছে। যার ইন নম্বর-১১৯৬৯০। অপরেিদক ইউনিয়নের শোনপচাঁ উচ্চ বিদ্যালয়টিও শতভাগ পাস নিশ্চিত করেছে। এখানে ২৯জন পরীক্ষার্থীর মধ্যে ২জন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে এবং বাকি ২৭জন বিভিন্ন বিভাগে উর্ত্তীণ হয়েছে। যার ইন নম্বর-১১৯৬৯২। এ মথুরাপাড়া আনিলা জাহান (এ.জে) মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন, এখানে কমপক্ষে ১০-১৫জন জিপিএ-৫ পাওয়ার  কথা ছিল। কিন্তু দুঃভাগ্যবস তা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আগামীতে শতভাগ পাসের পাশিপাশি শতভাগ জিপিএ-৫ ছিনিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাব। এ ব্যাপারে অন্যপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নেটওর্য়াকের ত্রুটিপূর্ণ কারণে সম্ভব হয়নি। এমনকি সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল ফোন পাওয়া যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ