বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ট্রাম্প পাকিস্তানের চুলও বাকা করতে পারবে না------পাক আওয়ামী মুসলিম লীগ

 

২ জানুয়ারি, জিও নিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী টুইটের সমালোচনা করে পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশীদ বলেছেন, ‘যদি ট্রাম্পের মতো দশজনও আসেন তবুও পাকিস্তানের চুল বাকা করতে পারবে না।’ নববর্ষের প্রথম দিনে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান বিষয় টুইটে মন্তব্য করেন, ‘আমরা গত ১৫ বছর যাবত পাকিস্তানকে ৩৩ কোটি ডলার সহায়তা দিয়ে বোকামি করেছি।’ ট্রাম্পের এ বক্তব্যের প্রেক্ষিতে মুসলিম লীগ নেতা এ মন্তব্য করেন। শেখ রশীদ এক ভিডিও বার্তায় বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য তাঁর রাজনৈতিক চিন্তার প্রতিফলন। মার্কিন কর্তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা তো দূরের কথা বন্ধুত্ব গড়ার সময়ও পূর্ণ করেন না। তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদী যুদ্ধে হাজারো প্রাণ হারিয়েছি। হাজারো উন্নয়ন প্রকল্প ধ্বংস করে দিয়েছি। ট্রাম্পকে বলতে চাই, মুসলমানদের ঈমানই সুপার পাওয়ার খোদা। ট্রাম্পের মতো দশজন একত্রিত হয়েও পাকিস্তানের চুল বাকা করতে পারবে না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বলেন, যদি কেউ পাকিস্তানের নীতিনিষ্ঠাকে চ্যালেঞ্জ ছুঁড়ে তাহলে সারা বিশ্ব দেখবে মুসলমানরা এমন এক জাতি যারা নিজেদের সুরক্ষার জন্য সবকিছু কুরবানি দিয়ে হলেও শত্রুদের ধ্বংস করে দিবে।

অনলাইন আপডেট

আর্কাইভ