শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার। নির্বাচনে প্রয়াত কাউন্সিলর সালাহ উদ্দিনের বড় ভাই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ হেলাল উদ্দিন ঈগল পাখি প্রতীক নিয়ে ১হাজার ১৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী মোঃ আবু তাহের আবু গাজর প্রতীক নিয়ে পান ৫৬৯ ভোট, শাহীন মাহমুদ টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে পেয়েছেন ৩৯ ভোট ও মোঃ লিয়াকত আলী পাঞ্জাবী প্রতিক নিয়ে পেয়েছেন ২৮ ভোট। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শহরের পৌর সভার পাশে অবস্থিত মাধবদী সতি প্রসন্ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, ওয়ার্ডটিতে মোট ভোটার ৩ হাজার ২’শ ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার-১ হাজার ৭’শ ৪১ এবং নারী ভোটার সংখ্যা-১ হাজার ৫’শ জন। তবে এর মধ্যে প্রায় ১ হাজার ৯’শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ভোটকেন্দ্রে মোট ১২ টি বুথে ভোটগ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ