শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাঁশখালীর খবর

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা :
বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়নের চাম্বল উচ্চ বিদ্যালয়ে গত ২৪শে ডিসেম্বর সকাল চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সহকারী কমান্ডার (অর্থ) মোঃ আবদুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হাশেম সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসতিয়াক আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর হোছাইন তালুকদার, আবদুল মন্নান, মোঃ ইদ্রিস, সদস্য ও মুজিবুল হোছাইন টিপু।
সভাশেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে, মরহুম মীর ওয়াজেদ আলী খান, মীর নেওয়াজ চৌধুরী, আলী হোসাইন, আবুল বশর, মোঃ ইদ্রিস সিকদার, আহমদ ছফা, আহমুদুর রহমান, মাহবুবুর রহামান, সিরাজোদ্দৌলা চৌধুরী, গুরু সদয় রায় চৌধুরী, প্রয়াত সুবোধ চৌধুরী ও মরহুম দেলোয়ার হোছাইন।
প্রধন অতিথি বলেন, ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে না পারলে আগামীতে তারা স্বাধীনতা কি জিনিস তা বুঝবে না।
আলোচনা সভা
বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৭ দিন ব্যাপী বিজয় মেলার সমাপনী দিবসে গত শনিবার যথারীতি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মেলা উদ্যাপন পরিষদের আহবায়ক ও বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ কবির লিটন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন। বিশেষ অতিথি ও বক্তা ছিলেন, জনতা ব্যাংক সিবিএ নেতা জসীম উদ্দিন, পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা আবুল বশর, রঞ্জিত দাশ, ইউনুস সিকদার, কাউন্সিলর মোঃ হারুন, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ কবির লিটন বলেন, মুক্তিযোদ্ধা বাঙালী জাতির ত্যাগের এক অবিসংবধিত ইতিহাস। বিজয় মাসে বিজয় মেলার মাধ্যমে আমাদের অঙ্গীকার হওয়া উচিত জামায়াত ও রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার। এদেশে যতদিন জাতির জনকের কন্যার নেতৃত্বে থাকবে ততদিন এদেশে অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়ন হবে। তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে দল ও দেশের জন্য কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় মেলা শুরু
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন মাঠে মুক্তিযুদ্ধের  বিজয় মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করবেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ। সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য। সভাশেষে প্রতিদিন সন্ধ্যায় দেশের খ্যাতিমান তারকা শিল্লীদের পরিবেশনায় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের সফল করার জন্য মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো: খোরশেদ আলম সর্বস্তরের জনসাধারণকে অনুরাধ জানিয়েছেন।
স্মৃতিচারণমূলক সভা
বাঁশখালীর পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হাশেম সিকদার, পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলতান উল গণি চৌধুরী লেদু মিয়া, আহমদ ছফা, সেকান্দর হোসেন, মাস্টার শামসুল হক, জহির উদ্দিন চৌধুরী বাবর প্রমুখ। শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যত গঠনে ব্রতী হওয়ার আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ