বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

মাশরাফির জনকল্যাণমূলক কাজের পাশে প্রাণ ড্রিংকিং ওয়াটার

স্পোর্টস রিপোর্টার : এবার সমাজ সেবামূলক কার্যক্রম শুরু করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  অনেকটা প্রথাগত ওয়েলফেয়ার ট্রাস্টের মতো করেছেন মাশরাফি। নাম দিয়েছেন- ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।’ তার বন্ধু-বান্ধব ও খুব কাছের কিছু আত্মীয়-পরিজন ও সুহৃদ-শুভানুধ্যায়ীও আছেনের সঙ্গে। এদিকে দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব মাশরাফির এ জনহিতকর কমকান্ডের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট হাউজ প্রাণ গ্রুপ। ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার’ মাশরাফির এ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজের আনুষ্ঠানিক সঙ্গী হয়েই থাকবে। গত রোববার সন্ধ্যায় মাশরাফির মিরপুরের বাসায় প্রাণ ড্রিংকিং ওয়াটারের সঙ্গে মাশরাফির আনুষ্ঠানিক চুক্তিও সম্পাদিত হয়েছে। মাশরাফি এ সম্পর্কে বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে প্রাণ ড্রিংকিং ওয়াটার আমাদের সামাজিক, জনকল্যাণমূলক কর্মকান্ডের পাশে এসে দাঁড়িয়েছে। আগামী দুই বছর আমাদের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে থাকবে প্রাণ ড্রিংকিং ওয়াটার। গতকাল সন্ধ্যায় আমার বাসায় উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে।’ এ ফাউন্ডেশনের কার্যতঃ চেয়ারম্যান মাশরাফি। তবে তার খুব কাছের কিছু মানুষও আছেন এর ব্যবস্থাপনায়। তবে এমন জনকল্যাণমূলক কাজের জন্য দরকার বড় অঙ্কের অর্থ। এজন্য চাই সত্যিকার পৃষ্ঠপোষকতা। মাশরাফিও তা খুব ভালো করে জানেন। এমন সেবামূলক ফাউন্ডেশন চালাতে বিপুল অর্থের প্রয়োজন। অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের পক্ষে যা একা চালানো সম্ভব নয়। তাই তো মাশরাফি বিপিএল শুরুর আগে তার ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সেও স্বত্ত্বাধিকারী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের কাছে নড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি আধুনিক অ্যাম্বুলেন্স চেয়ে নিয়েছেন। মাশরাফির বিশ্বাস, এখন প্রাণ ড্রিংকিং ওয়াটার দুই বছর তার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নানা সেবা ও জনকল্যাণমূলক কর্মকা- পরিচালনায় একটা সহায়ক শক্তি হিসেবে মিলে গেল। প্রাণ ড্রিংকিং ওয়াটার মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে দু’বছরের কর্মকান্ড পরিচালনায় ঠিক কত টাকা দেবে তা প্রকাশ না করলেও জানা গেছে, এখন থেকে পরবর্তী দুই বছর নড়াইল জেলায় প্রাণ ড্রিংকিং ওয়াটারের যত  বোতল বিক্রি হবে, তা থেকে বোতল প্রতি এক টাকা করে দেয়া হবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফান্ডে।

অনলাইন আপডেট

আর্কাইভ