শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অনশন করে দাবি আদায় করা যাবে না -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষকরা চূড়ান্ত কর্মসূচিতে যাওয়া আগে তারা আমাকে বলতে পারতো। কেনো বলেননি, তা আমি জানি না, হয়তো তাদের কোনো সীমাবদ্ধতা ছিলো। তিনি আরো বলেন, আমরণ অনশন বলতে বুঝায় মৃত্যু ঝুঁকি। বর্তমান সরকারের কাছে মৃত্যু ঝুঁকি নিয়ে কোনো আন্দোলন করে কেউই বেতন বাড়াতে কি পেরেছে ? সরকার নিজেই সিদ্ধান্ত নিয়ে পর পর তিনবার প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়িয়েছে। তারা সরকারের উপর ভরসা রাখতে পারেন। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধন হতে পারে।
গতকাল রোববার দুপুরে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
প্রসঙ্গত, প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষকরা গত দুইদিন ধরে আমরণ অনশন অব্যাহত রেখেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ