শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিক্ষোভের প্রতীক ফিলিস্তিনী কিশোরের ছবিতে এরদোগানের ভোট

 

২৩ ডিসেম্বর, আনাদুলো এজেন্সি : তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম অ্যানদোলু এজেন্সির ‘ফটোস অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় শুক্রবার ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। বছরের সেরা ছবি হিসেবে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনি কিশোরের ছবিতে ভোট দেন এরদোগান। ‘নিউজ ক্যাটেগরি’ শ্রেণিতে অন্তর্ভুক্ত আনাদোলু এজেন্সির ফটোসাংবাদিক উইসাম হাসলামানের তোলা ছবিটির জন্য এরদোগান ভোট দেন। ছবিতে দেখা যায়, ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ফেজবি আল-জুনাইদিকে চোখ বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনীর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর পশ্চিম তীরের হেব্রোনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। এছাড়াও, এরদোগান জীবন এবং ক্রীড়া বিভাগেও ভোট দেন। তিনি ‘কোস্টাক’ নামে এ একটি কুকুরে ছবিটি বেছে নেন। একটি গাড়ির আঘাতে কুকুরটির পিছনের পা প্যারালাইজ হয়ে গেছে। কুকুরটিকে এখন একটি শপিং কার্টের সঙ্গে সেট করা একটি যন্ত্রের সাহায্যে হাঁটতে হয়। ছবিটি ফটো জার্নালিস্ট জাকারিযা কারাদাভুত কর্তৃক গৃহীত হয়েছিল। স্পোর্টস বিভাগে, গত ৯ অক্টোবর ইস্তানবুলে তুরস্ক ও ইংল্যান্ডের মধ্যে ইউরোপীয চ্যাম্পিযনশিপ জয়ের পর উদযাপনরত তুর্কি ফুটবল খেলোযাড় আব্দুল্লাহ কসকুনের ছবিটিতে ভোট দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ