শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

সীরাত মাহফিল

লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের সমাপনি দিবস আজ। আজ সারাদিন ও সারারাতব্যাপী নির্ধারিত বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের আলোচনা শেষে মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ বুধবার সুবহে সাদিকের আগমুহূর্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রতিবছর এ মাহফিলের আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও পাশ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকেও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণ

নরসিংদী: নরসিংদীর আমদিয়া বেলাটিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার মীর জাহিদুল কবির তুহিন, প্রধান আলোচক ছিলেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ মাহমুদুল হাসান আল-মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইমাম হোসেন।

প্ল্যানিং সভা

ফুলবাড়ী দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসী প্লানিং সভা ফুলবাড়ী পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়। গত ২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. মোতালেব হোসেন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর সভার মেয়র মুর্তুজা সরকার মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এ.টি.ও) মো. নুরুজ্জামান মিয়া, ফুলবাড়ী হাসপাতালের ইপিআই।

সম্মাননা 

আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে দুই নারীকে সফল নারী জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় রবিবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়।

স্মারক স্বাক্ষর

ছাগলনাইয়া: ছাগলনাইয়া এমএ কাসেম ট্রাস্টের অধীনে পরিচালিত তারেক মেমোরিয়াল হাসপাতালের এক সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সমঝোতা 

স্মারকে স্বাক্ষরের পর, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালটির চেয়ারম্যান এমএ কাসেম বলেন, তারেক মেমোরিয়াল হাসপাতাল  বিক্রি করিনি, এটির সেবার মান আরো বাড়ানোর জন্য দায়িত্ব হস্তান্তর করেছি মাত্র। তিনি বলেন, এ হাসপাতাল কোন  ব্যক্তি, গোষ্ঠীর একক মালিকানাধীন  হাসপাতাল নয়, এটা এমএ কাসেম ট্রাস্টের একটি প্রতিষ্ঠান।  হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ