বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২ লাখ ৬১ হাজার শিশু

খুলনা অফিস : খুলনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ২য় রাউন্ডে এবার ২ লাখ ৬১ হাজার ৯শ’ ৯২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

২৩ ডিসেম্বর-২০১৭ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ২য় রাউন্ড পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

নগরীর সামছুর রহমান রোড এলাকার স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক।

সভায় সিভিল সার্জন জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ২৩ ডিসেম্বর সারাদেশের মতো খুলনায়ও ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নিল রঙের ভিটামিন এ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ