শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তফা কামালের ইন্তিকালে দক্ষিণ জেলা জামায়াতের শোক প্রকাশ

বাংলাদেশ জাামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ ইছহাক ও লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক জি এম আসাদুল্লাহ ইসলামাবাদী লোাহাগাড়র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল এর ইন্তিকালে গভীর শোকপ্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল অত্যন্ত সাদাসিদে ও নিরহংকার আলেম ছিলেন। তাঁর শত শত ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি পুরো জীবন দ্বীনি ইলম চর্চায় কাটিয়ে দিয়েছেন। বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি দ্বীনের বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন। জীবনের শেষ বছরগুলো তিনি আধুনগর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে অতিবাহিত করেন এবং সেখান থেকে অবসর গ্রহণ করেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চাসনে সমাসীন করার জন্য মহান আল্লাহর দরবারে মুনাজাত করছি।
উল্লেখ্য, তিনি অসুস্থ অবস্থায় গত ০৭ ডিসেম্বর চট্টগ্রাম শহরের একটি ক্লিনিকে ইন্তিকাল করেন এবং গতকাল জুমাবার তাঁর গ্রামের বাড়ী চরম্বায় প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়। আধুনগর ইসলামিয়া ফাযিল মাদরাসা প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবার পর তাঁকে মাদরাসার পাশের কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ