শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

শর্ত ছাড়াই উ. কোরিয়ার সঙ্গে ‘আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র’

১৩ ডিসেম্বর, রয়টার্স : কোনো পূর্বশর্ত ছাড়াই ‘যে কোনো সময়’ উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক পলিসি ফোরামে দেওয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

“আসুন একত্রিত হই, আপনারা চাইলে আবহাওয়া নিয়েও কথা হতে পারে,” বলেন টিলারসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র; পাশাপাশি জাতিসংঘও বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে।

তবে সেসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। যদিও এই প্রস্তুতি ‘যুদ্ধের নয়, আত্মরক্ষার’ বলে দাবি করে আসছে উত্তর কোরিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ