বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় একজনের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় আব্দুল করিম নামে একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত আব্দুল করিম বর্তমানে কারাগারে আছেন।
চট্টগ্রামম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৫ সালের ১২ অক্টোবর নগরীর পতেঙ্গা থানার কয়লার ডিপো এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আব্দুল করিমকে ১৫টি সোনারবারসহ আটক করে পুলিশ। দুবাই থেকে আসা ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ফটিকছড়িতে বাড়িতে যাবার পথে তল্লাশির মুখে পড়েছিলেন করিম।
এই ঘটনায় কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির এএসআই ফরিদ আহমেদ বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ১৩ এপ্রিল আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)(বি) ও ২৫ (ডি) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ মোট ১২ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ