শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ২৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় গত শনিবার। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সভা বিশ^বিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভা পরিচালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার  মোঃ রাশিদুল ইসলাম। সভায় এনইউবিতে নিয়োগকৃত সার্বক্ষণিক শিক্ষকবৃন্দের তালিকা অনুমোদন, প্রশাসনিক কর্মকর্তা/কর্মচারীদের তালিকা অনুমোদন, পদোন্নতি প্রাপ্তদের তালিকা অনুমোদ, ২৪তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ অনুমোদন, ফাইন্যান্স কমিটির সভার সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ আগামী মার্চে অনুষ্ঠিতব্য সমাবর্তন সম্পর্কে প্রতিবেদন ও স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপিত হয়। এছাড়া প্রশাসনিক ও একাডেমিক সকল ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতির বিভিন্ন দিক নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, জাহাঙ্গিরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, নর্দান ইউনিভার্সিটি’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। 

প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ