শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

মামলা না নেয়ায় ওসিকে নোটিশ

খুলনা অফিস : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন ভূমিহীন পল্লীর হান্নান সড়কে ১৪বছরের এক কিশোরী যৌন নিপীড়নের শিকার হলেও দৃশ্যমান আইনী ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। এঘটনায় সংশ্লিষ্ট থানার ওসির কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রেরণ করেছে কেএমপি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ
তবে লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনী পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের ভূমিকা ছিলো। কিন্তু ওই কিশোরীর পরিবার থানায় লিখিতভাবে জানিয়েছেন তারা এবিষয়ে কোন মামলা করতে ইচ্ছুক না।
এলাকাবাসী জানায়, গত ৫ নবেম্বর সন্ধ্যায় লবণচরা থানাধীন ভূমিহীন পল্লীর হান্নান সড়কের এক কিশোরী কলম কেনার জন্য দোকানে যাবার পথে অজ্ঞাত এক যুবক তার হাত ধরে টেনে পার্শ্ববর্তী এক ফাঁকা জায়গায় নিয়ে যায়। এসময় ওই যুবক মুন্নীর পরনের কাপড় খুলে নেয়ার চেষ্টাসহ স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। কিশোরীর ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট যুবক দৌড়ে পালিয়ে যায়। এঘটনার পর স্বজনরা থানা পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দেন।
গত ৬ নবেম্বর একই থানা এলাকায় ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুল ছাত্রী চাঁদনী আত্মহননের ঘটনায় খুলনার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। একই থানা এলাকায় কিশোরী মুন্নীর যৌন নিপীড়নের ঘটনায় আইনী ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুলাহ আরেফ পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,  এ ঘটনা জানতে পেরে লিখিত ব্যাখ্যা চেয়ে ওসিকে নোটিশ করা হয়েছে। তাছাড়া বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন বলেও জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ