শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

নাটোর শহরের এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ॥ নয় লাখ টাকা খোয়া

নাটোর সংবাদদাতা: নাটোর শহরের চকরামপুর মহল্লায় রাফিদ মটরস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তিনবার চেষ্টা করে দু’বারে নগদসহ নয় লাখ টাকার বেশী সম্পদ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গরবার রাতে দ্বিতীয়বার থানায় অভিযোগ দেয়ার আগেই প্রথম মামলার চার আসামীর তিনজনই জামিনে মুক্ত হয়ে গেছে। দোকানের মালিক আলতাফ হোসেন প্রামাণিক জানান, গত মাসের ১৯ তারিখে দোকানে নগদ আট লাখ ৬৪ হাজার টাকা রেখে দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান। পরদির সকালে দোকান খোলার পর ভিতরে ঢুকেই দেখতে পান টিনের চাল কাটা এবং ড্রয়ার ভাঙ্গা। এসময় তিনি দেখেন ড্রয়ারে রাখা নগদ আট লাখ ৬৪ হাজার টাকাও নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানটিতে সিসি ক্যামেরা চালু থাকায় রাতে তার দোকানে আসা চার পাঁচজন চোরের গতিবিধি লক্ষ্য করে রুস্তম আলী নামে একজনকে সনাক্ত করা যায়। খবর পেয়ে নাটোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করা রুস্তম আলীকে আসামী করে রাফিদ মটরস্ এর মালিক আলতাফ হোসেন প্রামাণিক নাটোর থানায় একটি অভিযোদ দায়ের করেন। পুলিশ রুস্তম আলীকে আটক করে ১৬৪ ধারায় তার দেয়া স্বীকারোক্তি অনুয়ায়ী ফারুক বিশ্বাস, আওরঙ্গেব সুফী ও মো: কৌশিক নামে আরও তিন আসামীকে আটক করে কোর্টে চালান দেয়। এরপরে ১১ নভেম্বর রাতে ভেন্টিলেটার ভেঙ্গে আবারও ওই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করার চেষ্টা হয় বলেও তিনি জানান। আলতাফ হোসেন প্রামাণিক  জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে পরদিন ১২ নভেম্বর দ্বিতীয় বার রাতে দেয়াল ভেঙ্গে ঘরের ভিতরে থাকা দামী ল্যাপটপ, একটি মডেম ও একটি সীম চুরি করে নিয়ে গেছে। ওইি রাতের ফুটেজ দেখে মুখোস পরা একজনকে ওইসব চুরি করে নিতে দেখা গেলেও তাকে সনাক্ত করা যায়নি। খবর পেয়ে আবারও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর ১৩ নভেম্বর রাতে চুরির অভিযোগ এনে আলতাফ হোসেন প্রামাণিক নাটোর থানায় আরও একটি অভিযোগ করেন। এদিকে একই দিনে দুপুরে আগের মামলায় আটক ফারুক বিশ্বাস, আওরঙ্গেব সুফী ও মো: কৌশিক জামিনে ছাড়া পেয়ে যায়। ব্যবসায়ী আলতাফ হোসের জানান, প্রথম চুরির ঘটনার পর থেকেই তাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। তিন আসামী জামিন পাওয়ায় তিনি খুব  বেশী শঙ্কিত হয়ে পরায় বিষয়টি নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকেও জানিয়ে রেখেছেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আকবর আলীর সাথে কথা হলে তিনি বলেন, মামলার অন্যতম আসামী রাব্বীকে এখনও ধরা যায়নি। তাকে ধরা হলে তদন্তের কাজ দ্রতই শেষ করে মূল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দেয়া সম্ভব হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ