বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের উপচেপড়া ভিড়

শিক্ষাঙ্গন রিপোর্ট : গত ২ নভেম্বর রাতে সারা বাংলাদেশ থেকে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী ও অভিভাবক নোয়াখালীতে ঢোকেন। পরদিন ৩ নভেম্বর NSTU-এ অনার্সের ভর্তি পরীক্ষা ছিল। সেদিন দুপুর থেকেই সারাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক নোয়াখালীতে আসেন। ৩০ হাজার মানুষের থাকার মতো যথেষ্ট সংখ্যক আবাসিক হোটেল নেই নোয়াখালীর চৌমুহনী ও মাইজদি এলাকায়। তাহলে এতো মানুষ কোথায় ছিলেন? NSTU-তে পরীক্ষা দেয়ার জন্য যারা এসেছেন তারা অনেকেই থাকার জায়গা না পেয়ে অসহায়ের মত রাস্তায় হাঁটাহাঁটি করে রাত কাটান। কেউ কেউ বিভিন্ন মসজিদে আশ্রয় নেন। কোনও কোনও অমুসলিম শিক্ষার্থী ও অভিভাবকও মসজিদে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়।
চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রংপুর, দিনাজপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ আরও অনেক জেলার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসেন। সুযোগ বুঝে হোটেল-রেস্তোরাঁর মালিকরা গলাকাটা অর্থ আদায় করেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে যারা বিভিন্ন মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাদের খিচুড়ি, তেহারি দিয়ে আপ্যায়ন করা হয়। এব্যাপারে স্থানীয় বাসিন্দারাসহ মসজিদ কর্তৃপক্ষ ও বিভিন্ন ক্লাব সহায়তা করে।

অনলাইন আপডেট

আর্কাইভ