মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-গাঁজাসহ আটক ৪

রাজশাহী অফিস : রাজশাহীতে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন-গাঁজা-মদ উদ্ধার করা হয়েছে। এসময় ৪ জনকে আটক করে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা।
শুক্রবার রাতে হাজিকুল ও তসলিম নামে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে রাজশাহীর তানোরের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে যায়। এ সময় তাদের কাছে থাকা একটি কৌটার ভেতর থেকে ৪শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাই মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এরপর পুলিশি হেফাজতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আব্দুল হালিম নামে একব্যক্তি তাদের দেখতে আসেন। তখন সন্দেহ হলে পুলিশ তাকেও তল্লাশি করে তার কাছে থেকে আরো ১শ’ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। হাজিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরআলাতলী গ্রামের এবং তসলিম উদ্দিন ও আব্দুল হালিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের বাসিন্দা। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী তোতাকে আটক করা হয়। ৮৮ কেজি গাঁজা উদ্ধার : গত শুক্রবার রাত নয়টার দিকে রাজশাহী মহানগরীর মাহেন্দ্রা এলাকা থেকে গাঁজার চালান ও একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। পুলিশের একটি দল মাহেন্দ্রা এলাকায় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে কারটি ফেলে এর যাত্রীরা পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৮৮ কেজি গাঁজাসহ কারটি জব্দ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ