শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিরসরাইয়ে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাইয়ে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক নুর মোহাম্মদ হোসাইন পিন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা সাহেনা আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনসার কমান্ডার লায়ন মোহাম্মদ ইউসুফ, হিঙ্গুলী ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা গিয়াস উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী সুবর্ণা সরকার, আনসার ভিডিপির বারইয়ারহাট পৌরসভা দলনেতা মোহাম্মদ রাসেল, উপজেলা আনসার সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী নিজামুল হক, গজল পাঠ করেন বিবি রহিমা, হামদ পরিবেশন করেন লাকী আক্তার। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন। শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নির্বাচিত হন মোহাম্মদ আজমুল হক ভূঁইয়া। প্রশিক্ষণে ৬৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীদেরকে গত ২২ অক্টোবর থেকে ১ নভম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ