শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘৭৫ লাখ লোককে করের আওতায় আনতে হবে’

চট্টগ্রাম অফিস: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। আমি মনে করি সেটা আরও আগেই পূরণ করা সম্ভব, যদি আমরা সবাই ট্যাক্স দিই।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘আয়কর মেলা ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী মোশাররফ বলেন, ভয়ভীতি না দেখিয়ে করের আওতা বাড়ানোই লক্ষ্য হওয়া উচিত। ১৬ কোটি মানুষের মধ্যে এক কোটি টিআইএন হওয়া উচিত। অন্ততপক্ষে ৭৫ লাখ লোককে করের আওতায় আনতে হবে। তাহলে অর্থনীতি শক্তিশালী হবে। মন্ত্রী বলেন, সক্ষমরা যদি সবাই কর দেই, তাহলে ২০৩১ সালের মধ্যেই উন্নত দেশের লক্ষ্য অর্জন সম্ভব বলে বিশ্বাস করি। আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-১ এর কর কমিশনার মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং উইমেন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদা মোস্তফা।

অনলাইন আপডেট

আর্কাইভ