শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দিয়ে মুসলমানদের হেয় করছে পাশ্চাত্য -তুরস্ক

তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম

৩ নভেম্বর, পার্সটুডে : তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের অপমান করা হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো এ কাজ করছে। এ ধরনের পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসতে হবে। তুরস্কের ইস্তাম্বুলে গতকাল (বৃহস্পতিবার) এক ভাষণে তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার বিষযে দ্বিমুখী নীতি অনুসরণের মাধ্যমে পাশ্চাত্য ভুল করছে। এ বিষয়টি সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে তাদের দুর্বল অবস্থানেরই ইঙ্গিত দেয়।
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, " আমরা চাই পাশ্চাত্য দ্বিমুখী নীতি বাদ দিয়ে আন্তরিকতার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে।" তিনি বলেন, "যেসব দেশ ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে সেসব দেশকেও একদিন মুসলমানদের ভালোবাসা ও ন্যায়কামিতার মুখাপেক্ষী হতে হবে।"
পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম বিদ্বেষ উসকে দেওয়ার কারণে সেখানকার মুসলমানরা এখন নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে। বিভিন্ন দেশে মুসলমানদের ওপর হামলার ঘটনা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ