বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

প্রবাসী সাংবাদিকদের নিয়ে সাংবাদিক কনভেনশন আয়োজনের উদ্যোগ

সিলেট ব্যুরো : প্রবাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি কনভেশনের আয়োজনের ব্যাপারে অভিমত ব্যক্ত করেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রবাসী সাংবাদিকদের সম্মানে সিলেট প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করেন সাংবাদিকরা।
গতকাল সোমবার সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী আবু তাহের, যুক্তরাজ্য থেকে প্রকাশিত দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, স্পেন প্রবাসী এবং একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি নূরুল ওয়াহিদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এনামুল হক জুবের, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, এটিএন বাংলার ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল আহাদ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ