শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীতে দিনভর বৃষ্টি গাছ পড়ে অটোচালক নিহত ॥ আহত ৪

রাজশাহী অফিস : গতকাল শুক্রবার রাজশাহীতে দিনভর বৃষ্টি হয়। এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। এদিকে বিকেলে নগরীতে গাছ উপড়ে এক অটোরিক্সা চালক নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
গতকাল ভোর থেকেই নগরী ও পাশর্^বর্তী এলাকায় কখনো মাঝারি ও কখনো গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়। অবিরাম বৃষ্টিপাতের ফলে জনজীবনে নেমে আসে স্থবিরতা। আবহাওয়া অফিসের সূত্র জানান, রাজশাহীসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। শনিবার বিকেল নাগাদ বৃষ্টি কমতে শুরু করবে। এছাড়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। এদিকে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর শালবাগান এলাকায় প্রধান সড়কের পাশের একটি গাছ পড়ে এক অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো অন্তত চারজন। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ওই অটোচালক কুরবান আলী বায়ার ভোলাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে একটি শিশু (৭)ও রয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, অটোরিকশাটি শালবাগান হয়ে রেলগেট এলাকার দিকে আসছিল। পথে সড়ক ও জনপদ (সওজ) বিভাগীয় কার্যালয়ের মসজিদের উত্তরে পৌঁছালে রাস্তার ধারে একটি বিশালাকৃতির গাছ অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশার চালক নিহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে বাকি যাত্রীদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ