শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

তায়কোয়ানডো কোচেস কোর্স শুরু

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বিওএ’র ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অলিম্পিক সলিডারিটি তায়কোয়ানডো কোচেস কোর্স লেভেল-১ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ বশির আহমেদ, সহ-সভাপতি, বিওএ এবং আহবায়ক, অলিম্পিক সলিডারিটি কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুজ্জামন কোহিনুর, উপ-মহাসচিব, বিওএ এবং সদস্য সচিব, অলিম্পিক সলিডারিটি কমিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোরশেদ হোসেন কামাল, বিওএ’র সদস্য মোঃ আহমেদুর রহমান বাবলু এবং বিওএ’র সদস্য আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মাহমুদুল ইসলাম রানা, সাধারন সম্পাদক, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিওএ এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কোর্সটি পরিচালনা করবেন কোরিয়া হতে আগত ওয়ার্ল্ড তায়কোয়ানডো ফেডারেশনের প্রশিক্ষক  কিম মাইয়ং সিক কোর্সে ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন জেলা পর্যায়ের ২৫ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। কোর্সটি আগামী ২৫ অক্টোবর শেষ হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ