শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ভিডিও রেফারির সময় হয়েছে -ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : বিতর্কিত একটি গোল গেলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যার মাশুল তাদের দিতে হলো বিশ্বকাপে জায়গা না পেয়ে। বিষয়টি নজরে এসেছে ফিফা প্রেসিডেন্টের। এ সমস্যার সমাধানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) প্রয়োজন এসে গেছে মনে করেন জিয়ান্নি ইনফান্তিনো। গত বুধবার কোস্টারিকার বিপক্ষে পানামার সমতা ফেরানো গোলটি ছিল বিতর্কিত। বল গোললাইন পার না হলেও রেফারি গোলের সিদ্ধান্ত দেন। আরও এক গোলে ম্যাচটি জিতে নেয় মধ্য আমেরিকার দেশটি। যুক্তরাষ্ট্রকে হটিয়ে প্রথমবার বিশ্বকাপের টিকিট পায় পানামা। বিষয়টি উল্লেখ করে ইনফান্তিনো জানালেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে যেতে হবে। লিওঁতে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত যদি ম্যাচ নির্ধারণ করে দেয় তাহলে এটার সমাধান দরকার।’ ফিফা প্রধান আরও যোগ করেন, ‘এমনটা হয়েই থাকে, কারণ রেফারিও অন্যদের মতো রক্ত মাংসের মানুষ। পুরো বিশ্ব কয়েক সেকেন্ডে ব্যাপারটা দেখলো এবং শুধু রেফারির চোখে পড়লো না, এর মানে যে সে ইচ্ছা করে এটা করেছে তা নয়। চোখে পড়েনি। এর সমাধান হওয়া দরকার। আমি মনে করি আমাদের আরও এক ধাপ এগোতে হবে। রাশিয়ায় গত কনফেডারেশনস কাপে ভিএআর এর পরীক্ষা হয়েছিল। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে জানালেন ইনফান্তিনো। তারপর দ্রুত এ প্রযুক্তির সহায়তা নেয়া হবে বলছেন তিনি, ‘আমরা ভিএআর নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত। কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে প্রত্যেকটি ছোটখাটো ভুলের জন্য এর ব্যবহার হবে না, বড় ভুলগুলো শোধরানো এর উদ্দেশ্য।’

অনলাইন আপডেট

আর্কাইভ