শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিসিবির নির্বাচন কমিশন পুণর্গঠন

স্পোর্টস রিপোর্টার : আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো আসেনি। তারপরও আদালতের অনুমতি সাপেক্ষে এরই মধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৫ অক্টোবর পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনও গঠন করে ফেলেছে নাজমুল হাসানের নেতৃত্বাধীন বোর্ড। গতকাল নির্বাচন কমিশন পুরোপুরি গঠন হওয়ার পরে নির্বাচনের আরও একটি ধাপ পার করল বর্তমান কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করার কথা থাকলেও নতুন করে প্রধান নির্বাচন কমিশান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ওমর ফারুককে (এনডিসি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে। কমিশনের অন্য চার সদস্য হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শুক্কুর আলী, আইন পরামর্শক ব্যারিস্টার ফাহিমুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। গত ২ অক্টোবর অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বর্তমান কমিটি ২০১২ সালের গঠনতন্ত্রে সংশোধন আনে। আগের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের সুযোগ ছিল না বিসিবির। সেটি গঠন করে দিত জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে গত ২ অক্টোবর বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে গঠনতন্ত্রে আনা কয়েকটি পরিবর্তনের এটিও একটি। যেখানে বলা হয়েছে এখন থেকে বিসিবি নিজেরাই নির্বাচন কমিশন গঠন করতে পারবে। আগামী ১৭ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। তার আগে তাদের নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। হয়তো দুই-একদিনের মধ্যেই সেই তারিখের ঘোষণা আসবে। অবশ্য তার আগে আদালতের রায়টি বিসিবির পক্ষে আসতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ