শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এগিয়ে চলছে লাভেলো এলো প্রিমিয়াম আইসক্রিম “চকোব্লাস্ট”

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো লাভেলোর প্রিমিয়াম আইসক্রিম “চকোব্লাস্ট”। এবারই প্রথম লাভেলো বাংলাদেশে নিয়ে এলো এই ডাবল চকলেট প্রিমিয়াম আইসক্রিম বার। চকোব্লাস্টে আছে চকলেটের কোটিংয়ের ভেতর চকলেট আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। এছাড়াও লাভেলো বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের চাহিদা বিবেচনা করে সর্বপ্রথম বাজারে এনেছে ৫০ মিলি মিনি কাপ, ৭২ মিলি মিনি কাপ, ২৫০ মিলি কাবল টাব ও ৭৫০ মিলি কন্টেইনার। এর পাশাপাশি লাভেলোর হিডেন হার্ট, হার্ট বিটস, টফি বিটস, হ্যাজেল বিটস ও সিক্সটি নাইন নামের আইটেমগুলি আইসক্রিম ভোক্তাদের ইতোমধ্যে আকর্ষণ করতে সক্ষম  হয়েছে।  

 দেশী ও বিদেশী বাজারে আইসক্রিম বিপণনের সম্ভাবনার কথা বিবেচনা করে ও বাংলাদেশের আইসক্রিম ভোক্তাদের ভিন্ন স্বাদের আইসক্রিম উপহার দেওয়ার লক্ষ্যে লাভেলো আইসক্রিমের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। স্বপ্ন বাস্তবায়নের জন্য আধুনিক ভাবনার একদল দক্ষ পেশাদার ব্যক্তি এর সাথে যুক্ত হন। এদেশের আইসক্রিম ইন্ডাস্ট্রিতে চমক সৃষ্টি করে বিশাল এলাকাজুড়ে সবুজঘেরা পরিবেশে তৈরি করা হয় সুপরিকল্পিত ফ্যাক্টরি, যেখানে আছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা ও গ্রিন ইটিপি প্ল্যান্টসহ দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং। ২০১৫ সালের ১৪ অক্টোবর প্রথম পরীক্ষামূলক উৎপাদনের পর লাভেলো ফ্যাক্টরির আনুষ্ঠানিক উদ্বোধন হয় একই বছরের ১৯ ডিসেম্বর। আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬-তে প্রথম বাণিজ্যিকভাবে লাভেলো আইসক্রিম বিক্রির পাশাপাশি বিভিন্ন এলাকায় বিপণনও শুরু হলো। তারপর ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে লাভেলো। এরপর থেকে প্রতি বছর দিনটি লাভেলো ডে হিসেবে পালিত হয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ