বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

চৌগাছায় ক্যান্সার আক্রান্ত লিনিয়ার জীবন বাঁচাতে সাহায্য কামনা

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ক্যান্সার আক্রান্ত ঢাকা ইডেন কলেজে ইংরেজী বিভাগের ছাত্রী লিনিয়া নিজের জীবন বাঁচাতে সাহায্য কামনা করেছে। এ সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চাই না। তবে এ কঠিন সত্যকে অর্থের অভাবে অনেক সময় মেনেই নিতে হয়। ‘সমাজে এত হৃদয়বান মানুষ থাকতে আমাকে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরতে হবে?’ 

ইডেন কলেজের ইংরেজী বিভাগের মেধাবী শিক্ষার্থী লিনিয়া আফরোজ বৈশাখী নিজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছে। অসুস্থতার জন্য এই শিক্ষার্থী বিছানায় মৃত্যুর প্রহর গুণছে আর লেখাপড়া না করতে পারায় শুধুই কাঁদছে।’

লিনিয়া চৌগাছা পৌর এলাকার ঋষিপাড়ার বাসিন্দা আনিছুর রহমান ও ইসমতারা বেগমের মেয়ে। সে ২০০৯ সালে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবং ২০১১ সালে চৌগাছা সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে পাস করে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে সে ঢাকার ইডেন কলেজে ইংরেজি বিভাগে ভর্তি হয়। ২০১৪ সালে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় তার দেহে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা। দীর্ঘ তিন বছর তার চিকিৎসা চলছে। এরই মধ্যে পিতা আনিছুর রহমান নিজের সহায় সম্বল বিক্রি করে শেষ করেছেন। চিকিৎসক বলেছেন, তাকে দীর্ঘদিন কেমোথেরাপি দিতে হবে। এখন প্রতিমাসে ভারতে নিয়ে তার চিকিৎসায় প্রায় দুই লাখ টাকা ব্যয় হচ্ছে। যা তার পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

 

সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সে আবেদন জানিয়েছে, নিজের চিকিৎসার জন্য এগিয়ে আসতে। তার আকুতি, ‘সমাজে এত হৃদয়বান-মহানুভব মানুষ থাকতে আমাকে বিনা চিকিৎসায় মরতে দিবেন না।’ লিনিয়ার সাহায্যের জন্য যোগাযোগ ও বিকাশ নম্বর ০১৭২৮৬০৩১৯৮ এবং সোনালী ব্যাংক চৌগাছা শাখায় হিসাব নম্বর ৩৪০০৮৬০৪।

অনলাইন আপডেট

আর্কাইভ