শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তান ক্রিকেটে নতুন আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটে আরও একজন আফ্রিদির আগমনী বার্তা। তবে এবার লেগ স্পিনার নয়, মিডিয়াম পেসার আফ্রিদির দেখা পাওয়া যেতে পারে। পাকিস্তানের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফির অভিষেকেই ৩৯ রানে ৮ উইকেট নিয়েছে ১৭ বছর বয়সী বাঁহাতি মিডিয়াম পেসার শাহীন শাহ আফ্রিদি।শাহীন শাহর জন্ম পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আদিবাসী-অধ্যুষিত কেন্দ্রশাসিত এলাকায় (এফএটিএ) খাইবার অঞ্চলের আফ্রিদি গোত্রে। চার বছর বয়সে বড় ভাই রিয়াজ আফ্রিদিকে টেস্ট খেলতে দেখেছে। ভাইয়ের টেস্ট ক্যারিয়ারের শুরু ও শেষ ওই এক টেস্টেই। তবে রিয়াজের অনুপ্রেরণাতেই টেপ বল ছেড়ে শক্ত বলে বোলিং শুরু করে শাহীন। আঞ্চলিক অনূর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রথম সুযোগ পেয়েছিল। ২০১৫ সালে ১৬.১৭ গড়ে ১২ উইকেট নিয়ে ওই অঞ্চলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়।অনূর্ধ্ব-১৯ পর্যায়েও আলো ছড়িয়েছে এই নতুন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত আন্তবিভাগ ক্রিকেটে খাইবার অঞ্চল হয়ে ১৮.০৭ গড়ে ২৯ উইকেট নিয়েছে সে, হয়েছে সর্বোচ্চ উইকেটশিকারি। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে তাকে আবিষ্কার করেছিলেন কিংবদস্তি পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদ।ক ক্রিকেট নিজের মতো করেই ইতিহাস গড়েছেন। কোন আফ্রিদি হতে চায় সেটা বেছে নিতে হবে শাহীনকেই। সূত্র: ক্রিকইনফো

অনলাইন আপডেট

আর্কাইভ